বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫ - ১০:৩০
যুক্তরাষ্ট্রের উসকানির বিরুদ্ধে ভেনেজুয়েলার ভৌগোলিক অখণ্ডতায় ইরানের সমর্থন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে লাতিন আমেরিকার এ দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের উসকানিমূলক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: সোমবার রাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে টেলিফোন আলাপকালে পেজেশকিয়ান বলেন, ইরান দৃঢ়ভাবে যেকোনো দেশের ভৌগোলিক অখণ্ডতায় হস্তক্ষেপের বিরোধিতা করে এবং ভেনেজুয়েলার জনগণ ও সার্বভৌমত্বকে “নিজের সর্বশক্তি দিয়ে” সমর্থন করবে।

তিনি ভেনেজুয়েলার জাতীয় ঐক্য ও সংহতির প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করেন যে দেশটি উন্নতি ও অগ্রগতির পথে “গৌরবময় ও বিজয়ী” অবস্থায় এগিয়ে যাবে।

সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলনের প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের একতরফা নীতি ও অবৈধ বলপ্রয়োগের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনা করা হয়েছে। তিনি বলেন, ইরান ভেনেজুয়েলাকে মিত্র ও বন্ধুপ্রতিম দেশ হিসেবে বিবেচনা করে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত।

ইরানের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় ঐক্যই প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের ষড়যন্ত্র মোকাবিলার মূল চাবিকাঠি হলো ভ্রাতৃত্ব ও সংহতি।

অন্যদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের সরকার, জনগণ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সংহতির কথা তুলে ধরে বলেন, এই ঐক্য ভেনেজুয়েলাকে যেকোনো হুমকির বিরুদ্ধে অটল ও দৃঢ় করে তুলেছে।

তিনি যুক্তরাষ্ট্রের মানসিক যুদ্ধ ও মিথ্যা প্রচারণা প্রত্যাখ্যান করে জানান, সম্প্রতি আট মিলিয়নেরও বেশি ভেনেজুয়েলাবাসী দেশ রক্ষার জাতীয় আহ্বানে সাড়া দিয়েছে।

মাদুরো আরও বলেন, ভেনেজুয়েলা আঞ্চলিক শান্তি উদ্যোগ গ্রহণ করেছে এবং ইরানের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, স্বাধীনতা, মর্যাদা ও দ্বিপাক্ষিক সহযোগিতা বিস্তারের লক্ষ্যে তেহরান ও কারাকাস আজ “অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ”।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha